TRENDING:

হায়দরাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, রায়দান সোমবার

Last Updated:

২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের৷ আহত হয়েছিলেন ৬৮ জন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদের জোড়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ২ এবং অন্য দুই অভিযুক্তকে বেকসুর খালাস করল বিশেষ এনআইএ আদালত ৷ আগামী সোমবার এই মামলায় রায়দান ৷ বিস্ফোরণে জড়িত ২ অভিযুক্ত এখনও ফেরার ৷ ২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের৷ আহত হয়েছিলেন ৬৮ জন ৷
advertisement

দীর্ঘ ১১ বছরের শুনানি শেষে এদিন দুই অভিযুক্ত আনিক সফিক সইদ ও ইসমাইল চৌধুরিকে দোষী সাব্যস্ত করে বিশেষ ট্রায়াল কোর্ট ৷ বিস্ফোরণের ঘটনায় যুক্ত এই দু’জন ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সদস্য ৷ আগামী সোমবার দোষীদের সাজা শোনাবে আদালত ৷

তেলেঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং বিস্ফোরণের তদন্ত করে ৷ ঘটনায় যুক্ত দুই অভিযুক্ত রিয়াজ ভাটকল ও ইকবাল ভাটকল এখনও পলাতক ৷ ২০১৩ সালের অগাস্টে হায়দরাবাদের আদালতে আনিক শাফিক সইদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি ও আনসার আহমেদ বাদশা শেখ-কে মূল অভিযুক্ত হিসেবে পেশ করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয় ৷ এই মামলায় মোটটি চারটি চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা ৷

advertisement

আরও পড়ুন 

মাধ্যমিক পাশ যোগ্যতায় ৫০ হাজার বেতনের সরকারি চাকরি, আবেদন করুন এখনই

তদন্তে উঠে আসে ঘটনার দিন ইন্ডিয়ান মুজাহিদ্দিন সদস্য আনিক সফিক সঈদ নিজে লুম্বিনী পার্কে বিস্ফোরক রেখে এসেছিলেন ৷ যদিও দিল সুখনগরের ফুটব্রিজের নীচে ইসমাইল চৌধুরির রেখে আসা বিস্ফোরকটি আগেই উদ্ধার করে পুলিশ ৷

advertisement

আরও পড়ুন 

‘মাছ ধরতে গেলে লাগে কন্ডোম’! নিরোধের এমন অভিনব ব্যবহার আগে জানতেন?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাটেই মৃত্যু হয়েছিল ৩২ জন নিরপরাধ মানুষের, আহত হন ৪৭ জন ও লুম্বিনি পার্কের ওপেন থিয়েটারে বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জন হতভাগ্যের ৷ আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ২১ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, রায়দান সোমবার