নাবালিকার অভিযোগের ভিত্তিতে রবিবার বছর ২৬-এক মহিলাকে গ্রেফতার করেছে ভিমন্তাল থানার পুলিশ ৷ অভিযুক্ত মহিলা নেপালের বাসিন্দা ৷ এই ঘটনার যোগ সূত্র রয়েছে দিল্লির এক মডেলের ধর্ষণের চেষ্টা করার ঘটনার সঙ্গে ৷ ওই মডেলকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে দেহ ব্যবসায় নামানো হয় ৷ অনেক চেষ্টার পর সবার টোখে ফাঁকি দিয়ে বছর চব্বিশের ওই মডেল ও একজন নাবালিকা সেখান থেকে পালিয়ে আসতে সফল হয় ৷ পুলিশ জানিয়েছে, নাবালিকা মেয়েটির বাড়ি শিলিগুড়িতে ৷ তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে ৷ এই ঘটনার পর থেকে মানসিকভারসাম্যহীন হয়ে পড়ে মা ৷ ঠাকুমার একটি চায়ের দোকান রয়েছে ৷ এই দোকানেই অধিকাংশ সময় কাটাতো মেয়েটি ৷ এই দোকানেই চা ও সিগারেট কিনতে এসে মেয়েটিকে দেখে অভিযুক্ত রোহিত ভান্ডারি ৷ মেয়েটিকে পুণেতে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় রোহিত ৷ অভাব অনটনের সংসারে এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি বছর ষোলোর তরুণী ৷ তাই আর কিছু না ভেবে রাজি হয়ে যায় ৷ ২০১৪ জানুয়ারি মাসে তাকে শিলিগুড়ি থেকে নিয়ে রওনা দেয় অভিযুক্ত ৷ প্রথম কিছুদিন বেশ কেটে যায় ৷ কিন্তু তারপর শুরু হয় অত্যাচার ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ নির্যাতিতার মেডিকাল পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ ৷
advertisement