TRENDING:

ইনি চেন স্মোকার ছিলেন! সিগারেট ছেড়ে টাকা জমিয়ে বাড়ির আরও একতলা বানিয়ে ফেললেন

Last Updated:

সিগারেটের পিছনে যে টাকা খরচ হত, সেই টাকা জমিয়ে বাড়ির আরও একটি তলাই বানিয়ে ফেললেন বেণুগোপাল৷ ১০০ মাস হয়ে গিয়েছে তিনি সিগারেট ছেড়েছেন৷ যে দিন থেকে সিগারেট ছেড়েছেন, সিগারেটের প্যাকেট কিনতে যে টাকা খরচ হত, তা জমাতে শুরু করে দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোঝিকোড়: বছর আটেক আগের কথা৷ ৭৫ বছর বয়সি বেণুগোপাল নায়ারের রোজগারের একটা বড় অংশই আক্ষরিক অর্থে ধোঁয়ায় উড়ে যেত৷ তিনি ছিলেন চেন স্মোকার৷ একটা সময় শরীর হাল ছেড়ে দেয়৷ ডাক্তার সাফ জানিয়ে দেন, একটা সিগারেটে টান মানেই মৃত্যুর সঙ্গে হাত মেলানো৷ ইতি টানেন ধূমপানে৷
advertisement

একটা সময় একের পর এক প্যাকেট সিগারেট কিনতেন কেরলের কোঝিকোড়ের বাসিন্দা বেণুগোপাল৷ খরচ নিয়ে ভাবতেন না৷ স্রেফ নেশা৷ সব সময়ই ধোঁয়া ছাড়ছেন৷ ডাক্তারের কথায় রীতিমতো ভয় পেয়ে সেই যে সিগারেট ছেড়েছেন, তারপর একটি টানও দেননি৷

সিগারেটের পিছনে যে টাকা খরচ হত, সেই টাকা জমিয়ে বাড়ির আরও একটি তলাই বানিয়ে ফেললেন বেণুগোপাল৷ ১০০ মাস হয়ে গিয়েছে তিনি সিগারেট ছেড়েছেন৷ যে দিন থেকে সিগারেট ছেড়েছেন, সিগারেটের প্যাকেট কিনতে যে টাকা খরচ হত, তা জমাতে শুরু করে দেন৷

advertisement

১০০ মাসে বেণুগোপাল জমিয়ে ফেলেন ৫ লক্ষ টাকা৷ সেই টাকায় বাড়ির আরেকটি তলা বানিয়ে নিয়েছেন তিনি৷ বেণুগোপাল নির্মাণ শিল্পে চাকরি করতেন৷ সিগারেট ছাড়ার পরে সেই টাকা পরিবারের জন্যই জমাতে শুরু করেন৷

বেণুগোপাল সিগারেট খাওয়া ধরেন কিশোর বয়সে৷ ১৩ বছর বয়স থেকে তিনি ধূমপায়ী৷ ৬৭ বছর বয়স পর্যন্ত টানা সিগারেট খেয়েছেন৷ তাও আবার চেন স্মোকার৷ ৬৭ বছর বয়সে বুকে ব্যথা অনুভব করেন৷ ডাক্তার বলে দেন, আর একটি টান মানেই সব শেষ৷

advertisement

বেণুগোপাল দিনে গড়ে ২০টির বেশি সিগারেট খেতেন৷ ২ প্যাকেট৷ তাঁর কথায়, 'আরও কত টাকা জমাতে পারতাম৷ আফশোস হয়৷ আর আগের জীবনে ফিরব না৷ সিগারেট ছেড়ে খুব ভাল আছি৷'

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Meera Manu

বাংলা খবর/ খবর/দেশ/
ইনি চেন স্মোকার ছিলেন! সিগারেট ছেড়ে টাকা জমিয়ে বাড়ির আরও একতলা বানিয়ে ফেললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল