ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিপাতের জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় নদিয়ার সবজি চাষীরা। নদিয়া জেলা মূলত অন্যান্য জেলার মতোই চাষের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। নদিয়া জেলায় হাজার হাজার চাষী রয়েছে যারা সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। নদিয়ার বিভিন্ন এলাকার একাধিক চাষীরা ঋন নিয়ে জমিতে বেগুন, বাধাকপি, আলু চাষ করেছিলেন। কিন্তু গত দুদিনের এই নিম্নচাপের প্রভাবে, অকাল বৃস্টিতে ব্যাপক ক্ষতির মুখে প্রান্তিক চাষীরা। তারা জানান এরপরও যদি আরও বৃস্টি হয় তাহলে আরো ক্ষতির সম্ভাবনা। শীতের মরসুমে সমিতি থেকে ঢাকা লোন নিয়ে চাষ করার জন্য মাঠে নামেন। এই দুর্যোগের ফলে, সেই টাকা পরিশোধ তো দূরের কথা, সংসার চালানোই বর্তমানে দুস্কর হয়ে দাঁড়াবে। কোথাও কোথাও হাঁটু সমান জল জমেছে জমিতে। চাষীরা আরও জানান, রোদ উঠলেও সবজি পচে যাবে আর বাজারে সেরকম দাম পাওয়া যাবে না, বিক্রি নেই ফলে ফেলে দিতে হবে বেগুন,বাধাকপি ছাড়াও অন্যন্য সবজি। ফলে আবারও শীতকালীন সবজির দাম কিছুটা বাড়ার আশঙ্কাই থেকে যাচ্ছে।
advertisement