ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বনধের সমর্থনে এদিন উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। সূত্রে খবর থেকে জানা যায়, এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলেছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। স্বভাবতই এই বিক্ষোভের ফলে যানজটের সৃষ্টি হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। যদিও পরে পুলিশের তৎপরতায় এই বিক্ষোভ উঠে যায় বলে সূত্রের খবর। প্রসঙ্গত, জেলার বেশ কিছু জায়গায় সকাল থেকে চলেছিল বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। বনধ সমর্থন করার জন্য জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে এদিন। এর ফলে সকালের দিকে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে। বহু নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয় এদিন। যদিও সব জায়গাতেই পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
Location :
First Published :
February 28, 2022 8:13 PM IST