আরও পড়ুনঃ Nadia: রানাঘাটে আন্ডারপাস রোড বানানোর জন্য পরিদর্শন
খবর পাওয়া মাত্রই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।আশেপাশের কয়েকজন যুবক মিলে জঙ্গলের মধ্যে সেই জন্তুটিকে খোঁজার জন্য গেলে তখন আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান স্থানীয় ওই বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত দু'দিন ধরে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দারা অজানা জন্তুর ভয়ে ছেলে মেয়েদের বাইরে খেলা করতে পাঠাতে ভয় পাচ্ছেন বলে জানান। প্রশাসনের কাছে তারা অনুরোধ জানান অজানা জন্তুটিকে খুঁজে বের করার। তবে স্থানীয়রা দাবি করছেন ওটি সম্ভবত চিতা বাঘের বাচ্চা। এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা কাঞ্জিলাল জানান,আতঙ্কে নয় গ্রামবাসীদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন ওই স্থানের পাশেই একটি জলাশয় আছে যেখানে মাছ পাওয়া যায়। সেই কারণে অনেক জন্তু ওই স্থানে মাছ খাওয়ার জন্য আসে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, ইতিমধ্যেই বনদপ্তরের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানান তিনি।
advertisement
Mainak Debnath