তার কারণ অন্যান্য মানুষের মতো তাদেরও স্বাভাবিক জীবন যাপন করার জন্য প্রয়োজন কিছু সরঞ্জামের। বিশেষভাবে সক্ষম বেশ কিছু দুস্থ মানুষেরা সেই সমস্ত সরঞ্জাম বাজার থেকে কিনতে পারেন না অর্থের অভাবের জন্য। সেই কারণে তাদের মুখে হাসি ফোটাতেই এগিয়ে এলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সাংসদ জগন্নাথ সরকার বলেন, \"মহৎ কাজ কারণ দীর্ঘদিন কাজটা বন্ধ করেছিল। এটা আমি মন্ত্রকে গিয়ে অধিকার আদায় করে নিতে পেরেছি। তার জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সিলিন্ডারের সেফটি চেকিং শান্তিপুরে
এই সাধারণ মানুষের জন্য কাজ করতে পারলাম এবং ইতিহাস তৈরি করে এর আগে ১৩০০ কালকে ৩১০ আজকে ২৫৫ অর্থাৎ প্রায় ২০০০ এর কাছাকাছি প্রতিবন্ধী মানুষের তাদের সাজ সরঞ্জাম দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা কিছুটা সহযোগিতা করলাম। এরপরে পুজোর পরেই আরও যারা বাকি থাকলো বয়স্কজনিত ৬০ এর ঊর্ধ্বে যারা চোখে দেখতে পারেন না হাঁটতে, পারেন না, দাত পড়ে গেছে , চশমা লাগবে তাদের যেমন প্রতিবন্ধী সার্টিফিকেট ছাড়াই তাদেরকে সাজ-সরঞ্জাম তুলে দেব\"।
Mainak Debnath