TRENDING:

Nadia News- জেলাজুড়ে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া

Last Updated:

এবার জেলা জুড়ে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: গত দুই বছর ধরে করোনার প্রভাব পড়েছে গোটা বিশ্ব জুড়ে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলে গিয়েছে ইতিমধ্যেই। তৃতীয় ঢেউয়ে ভাইরাস খুব একটা কাবু করতে পারেনি সাধারণ মানুষকে। তার কারণ অবশ্যই ভ্যাকসিনের সফলতা। অতি দ্রুত হারে বিনা মূল্যে দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার ফলেই করোনার প্রভাব অনেকখানি কমে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার জেলা জুড়ে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু, কিশোর কিশোরীদের বিনামূল্যে কোভিড ১৯ কোর-বি ভ‍্যাক্সিন দেওয়া শুরু হল আজ থেকে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরীদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে। নদিয়া জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ।
advertisement

২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ ১৬ মার্চ ২০২২ অনুযায়ী যে বাচ্চাদের ১২ বছর পূর্ণ হয়েছে তারাই এই ভ্যাকসিন নেওয়ার উপযোগী বলে জানা গেছে স্বাস্থ্য দফতর সূত্রে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন বিরতির পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কো উইন অ্যাপের মাধ্যমে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সারা ভারতে সাত কোটি এগারো লক্ষ শিশু-কিশোর-কিশোরীদের টিকাকরণের অন্তর্ভুক্ত করা যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে অনলাইন রেজিস্ট্রেশন আবশ্যিক নয়, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের পর্যাপ্ত উপলব্ধ এবং উপস্থিতির ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। নদিয়া জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিনের প্রক্রিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- জেলাজুড়ে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল