২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ ১৬ মার্চ ২০২২ অনুযায়ী যে বাচ্চাদের ১২ বছর পূর্ণ হয়েছে তারাই এই ভ্যাকসিন নেওয়ার উপযোগী বলে জানা গেছে স্বাস্থ্য দফতর সূত্রে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন বিরতির পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কো উইন অ্যাপের মাধ্যমে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সারা ভারতে সাত কোটি এগারো লক্ষ শিশু-কিশোর-কিশোরীদের টিকাকরণের অন্তর্ভুক্ত করা যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে অনলাইন রেজিস্ট্রেশন আবশ্যিক নয়, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের পর্যাপ্ত উপলব্ধ এবং উপস্থিতির ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। নদিয়া জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিনের প্রক্রিয়া।
advertisement
Location :
First Published :
March 23, 2022 5:28 PM IST