TRENDING:

Nadia News- দোলপূর্ণিমার প্রস্তুতি শুরু মায়াপুর ইসকন মন্দিরে

Last Updated:

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশাধিকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: সামনেই দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমা নিয়ে নদিয়াবাসীর আগ্রহের শেষ নেই। শ্রীচৈতন্যের জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ ও মায়াপুরের দোল উৎসব পালন করতে আসেন গোটা দেশ-বিদেশের একাধিক মানুষজন। ঠিক তেমনি ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৬ তম জন্মতিথি উপলক্ষে দীর্ঘ একমাস ব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। এই অনুষ্ঠান গুলির মধ্যে বিশেষ উল্লেখ্য বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মন্ডল পরিক্রমা, বিশ্বশান্তি যজ্ঞ নৌকা বিহার, শোভাযাত্রা, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, একাধিক সেমিনার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের দাঁড়া বিভিন্ন ভাষায় ভজন কীর্তন, বিভিন্ন নাটক, সঙ্গীত এবং শ্রী শ্রী রাধা মাধবকে হাতির পিঠে আহরণ করিয়ে মন্দির চত্বর পরিক্রমা ও বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে এই দিন গুলিতে।
advertisement

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশাধিকার। সন্ধ্যেবেলা দেখা যায় মায়াপুর মন্দির চত্বরে আলোর রোশনাই ও রঙিন আলপনার সুসজ্জিত কারুকার্য। সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে বৈচিত্রের মধ্যে ঐক্য। দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভক্তদের নিরাপত্তার দিকেও যথেষ্ট নজরদারি রাখা হয়েছে। দোল পূর্ণিমার আগে থেকেই হাজার হাজার দর্শনার্থীর ভিড় করেন মায়াপুরে। মন্দিরের সূত্র মারফত জানা যায় ১৮ মার্চ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালন করা হবে। ওইদিনই বসন্ত উৎসব, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় সর্বত্রই চলে রং ও আবিরের খেলা। কিন্তু জানা যায় ইসকন মন্দিরে রং ও আবির খেলা হয় না। সেইদিন মন্দিরে চলে একাধিক উৎসব। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলী ও প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য। করোনা বিধি মেনেই প্রতিটি অনুষ্ঠান পালন করা হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। গত দু'বছর করোনা অতিমারির কারণে সেই ভাবে পালন করা হয়নি দোল উৎসব। কিন্তু এবছর প্রকোপ অনেকটাই কমাতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মায়াপুর ইসকন মন্দিরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- দোলপূর্ণিমার প্রস্তুতি শুরু মায়াপুর ইসকন মন্দিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল