#নদিয়া: করোনার অতিমারির প্রভাবে প্রায় দু'বছর পরে অবশেষে খুলল স্কুল কলেজ। যদিও স্কুলের শ্রেণিকক্ষে এখনো পর্যন্ত ক্লাস করার অনুমতি মেলেনি প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের। তাদের পড়াশোনার জন্য রাজ্য সরকার থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চালু করা হয়েছে পাড়ায় শিক্ষালয়। যেহেতু এখনও পর্যন্ত ঐ সমস্ত শিশুদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, সেই কারণে বদ্ধ ঘরে পড়াশোনা করানোটা ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। সেইজন্যে খোলা আকাশের নিচে খোলামেলা জায়গায় স্কুলেরই শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে চালু করা হয়েছে পঠন-পাঠন, যার নাম দেওয়া হয়েছে পাড়ায় শিক্ষালয়। তাই সরকারি নিয়ম মেনে শিবনিবাস জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিশুদের নিয়ে শুরু করা হলো পাড়ায় শিক্ষালয়। গাছের তলায় খোলা আকাশের নিচে সামাজিক দূরত্ব বজায় রেখেই ছোট ছোট ছেলে মেয়েরা করছে পড়াশোনা।