এই রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভূ। তিনি নিজ হাতে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে চাঁদুড়িয়া এক নম্বর জিপির সুখসাগর রোডে বসুধা জাহৃবীশ্রীপাট বিখ্যাত পরবর্তীকালে জগন্নাথ তলা নামে ।এই সুখসাগর রোডের পাশেই ঘোষপাড়ায় ২৪ প্রহর নামগান চলছে। অগনিত মানুষ নামযজ্ঞ করছেন।
advertisement
গত দুই বছর কোভিডের কারনে সারা বিশ্ব তোলপার হয়েছিল। বিশ্বকে শান্তির বাতাবরন তৈরী করতে চাঁদুড়িয়ার ঘোষপারার মানুষ চব্বিশ প্রহর হরিনামের আয়োজন করেছিলেন। বিশেষ করে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন নিমাইচাঁদ।তার পায়ের ধূলা এই রাস্তায় পরার কারনে এই রাস্তার ওপরে তাঁরআরাধনায় ব্রতী এলাকার মানুষ। ছটি দলের নামকীর্তন চলছে।চলছে সন্ধ্যারতি। সারা রাত জেগে নামকীর্তন সহ নানা উপাচারে ব্রতী হয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 12:13 AM IST