TRENDING:

Nadia News: চাকদহের এই পথ ধরে শ্রীহট্টে দীক্ষা নিয়ে নিলাচলের পথে রওনা হয়েছিলেন শ্রীচৈতন্য

Last Updated:

এই রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভু, তিনি নিজে হাতে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছিলেন। সুখসাগর রোডে বসুধা জাহৃবী শ্রীপাট বিখ‍্যাত পরবর্তীকালে জগন্নাথ তলা নামে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকদহ: পুরান মত অনুযায়ী নদিয়ার চাকদহের সুখসাগরের পথ ধরে শ্রীহট্টে দীক্ষা নিয়ে নিলাচলের পথে রওনা হয়েছিলেন নিমাইচাঁদ। সেই সুখসাগরে নিমাই এর যাওয়া পথে ২৪ প্রহর নামকীর্তনের আয়োজন। নদিয়ার চাকদহে সুখসাগর রোড। আজও রয়েছে তার নাম। রয়েছে তার ইতিহাস। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শ্রীহট্টে গিয়ে মাধবেন্দ্রপুরীর ভাইপো ঈশ্বর পুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে নিলাচলের পথে রওনা দিয়েছিলেন নিমাই বা গৌরাঙ্গ বা শ্রী চৈতন‍্য মহাপ্রভু।
advertisement

এই রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভূ। তিনি নিজ হাতে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে চাঁদুড়িয়া এক নম্বর জিপির সুখসাগর রোডে বসুধা জাহৃবীশ্রীপাট বিখ‍্যাত পরবর্তীকালে জগন্নাথ তলা নামে ।এই সুখসাগর রোডের পাশেই ঘোষপাড়ায় ২৪ প্রহর নামগান চলছে। অগনিত মানুষ নামযজ্ঞ করছেন।

আরও পড়ুন : 7th Pay Commission: মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় ধামাকা! একসঙ্গে তিনটি বিশাল খবর, ব্যাপক বেতন বৃদ্ধির আশায় কর্মচারীরা

advertisement

আরও পড়ুন : Murshidabad News: কাঠগড়ায় দেওর-বৌদি প্রেম, ৭ বছর ধরে সেপটিক ট্যাঙ্ক ও লেবুবাগানে লুকিয়ে রাখা যুবকের পচাগলা মৃতদেহ

View More

গত দুই বছর কোভিডের কারনে সারা বিশ্ব তোলপার হয়েছিল। বিশ্বকে শান্তির বাতাবরন তৈরী করতে চাঁদুড়িয়ার ঘোষপারার মানুষ চব্বিশ প্রহর হরিনামের আয়োজন করেছিলেন। বিশেষ করে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন নিমাইচাঁদ।তার পায়ের ধূলা এই রাস্তায় পরার কারনে এই রাস্তার ওপরে তাঁরআরাধনায় ব্রতী এলাকার মানুষ। ছটি দলের নামকীর্তন চলছে।চলছে সন্ধ‍্যারতি। সারা রাত জেগে নামকীর্তন সহ নানা উপাচারে ব্রতী হয়েছেন এলাকার বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: চাকদহের এই পথ ধরে শ্রীহট্টে দীক্ষা নিয়ে নিলাচলের পথে রওনা হয়েছিলেন শ্রীচৈতন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল