স্থানীয় সূত্রে খবর, হাতে মোবাইল ফোন নিয়ে ওই যুবক রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মোবাইল ফোনে মজে সেই যুবকের অন্যমনস্কতার কারণে খেয়াল ছিল না কোন দিকেই। হঠাৎই কৃষ্ণনগর গামী আপ লাইনে চলে আসে ট্রেন। সামনে আচমকায় ট্রেন চলে আসাতে হতভঙ্গ হয়ে প্রাণে বাঁচতে লাইন থেকে ঝাঁপ মারে ওই যুবক।
আরও পড়ুন: অবশেষে গ্রেফতার শৈলেশ ব্রাদার্স-সহ মোট ৪, ওড়িশা ও গুজরাতে গিয়ে ধরল পুলিশ
advertisement
ঝাঁপ দিয়ে সোজা পড়ে চূর্ণী নদীর জলে। খবর পেয়ে ঘটনাচলে ছুটে আসে পুলিশ। এবং ঘটনাস্থলে এসে উপস্থিত রানাঘাট জিআরপি থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। যুবকের দেহর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল। পাশাপাশি ওই যুবকের এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সম্পর্কের জটিলতা-পরকীয়ার গল্প বলবে 'তৃতীয়', বলবেন জয়-সুদীপ্তা-রজতাভ
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার মোবাইল ফোনে গেম অথবা ছবি তুলতে মশগুল থাকার কারণে একাধিকবার রেল লাইনে প্রাণ গিয়েছে বেশ কয়েকজন ব্যক্তির। তবে সামনে ট্রেন আসাতে ট্রেন থেকে বাঁচতে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিও শেষ রক্ষা হল না ওই যুবকের। চূর্ণী নদীর জলে তলিয়ে গেল ওই যুবক। ঘটনা জেরে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
মৈনাক দেবনাথ