ছুটিতে বাড়িতে এসেছিলেন পাশের গ্রামের বাসিন্দা সুকান্তের সহকর্মী সুমন্ত মণ্ডল। গতকাল রাতে তাঁর কাছেই প্রথমে সুকান্তের মৃত্যু সংবাদ আসে। এরপর তিনি সুকান্তের বাড়িতে খবর দেন। মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়ে সুকান্তের পরিবার। ২০২০ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সুকান্ত। কাজে যোগ দেওয়ার পরে মাত্র দু'বার বাড়ি এসেছিলেন। আগামী ১৩ অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার বদলে আগামীকাল তাঁর কফিন বন্দী মৃতদেহ ফিরবে বাড়িতে।
advertisement
উল্লেখ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সবেমাত্র সম্পূর্ণ হল। এখনো পর্যন্ত তার রেশ থেকে গিয়েছে প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে। তারি মধ্যে ঘর অন্ধকার করে দুঃসংবাদ এল নদিয়ার এক বাঙালি সেনা জওয়ানের ঘরে। নদিয়া জেলার একাধিক যুবকেরা রয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত। এর আগেও নদিয়ার একাধিক যুবক দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। আবারও পলাশিপাড়ার বাসিন্দা সুকান্ত মন্ডল দেশের জন্যেই নিজের জীবন উৎসর্গ করলেন, সেই কারণে শোক এবং দুঃখের মধ্যেও গর্বিত সুকান্তের পরিবার ও প্রতিবেশীরা।
Mainak Debnath