রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের দাবি মেনে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এর আগে মাটি দিয়ে তৈরি করা হয় বাঁধটি। এবার মৎস্যজীবীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও শীতকালে ওই এলাকায় বহু পরিযায়ী পাখির আনাগোনা ঘটে, মূলত তারই পরিপ্রেক্ষিতে ওই এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকা পরিদর্শনে এইদিন আসলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সিলিন্ডারের সেফটি চেকিং শান্তিপুরে
মন্ত্রীকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। মন্ত্রী ছাড়াও এদিন পরিদর্শনে আসেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা। যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটি স্থায়ীভাবে তৈরি করা ছাড়াও ওই এলাকায় পর্যটন শিল্প গড়ে তোলা যায়, সেই বিষয়ে উদ্যোগী হবে রাজ্য সরকার বলে এই দিন জানান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
Mainak Debnath