প্রেমিকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মানসিক অবসাদ, আর তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবতী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার মাঠকুমরায়। সূত্রের খবর, রানাঘাট থানার মাঠকুমরার বাসিন্দা, ওই যুবতীর সঙ্গে গত আট বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী কৌশিক মন্ডল নামে এক যুবকের সাথে। অভিযোগ, সম্প্রতি ওই যুবক চাকরি সূত্রে অন্যত্র চলে যায়। আর তারপর থেকেই ওই যুবতীর সঙ্গে দূরত্ব তৈরি হয় ওই যুবকের। সেই দূরত্ব বাড়ার কারণেই মানসিক অবসাদে ভুগছিল সে। আর তার জেরেই গতকাল নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবতী। ঘটনায় ওই যুবতীর মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Location :
First Published :
March 24, 2022 7:40 PM IST