আজকের দিনে সবথেকে ব্যস্ততা লক্ষ্য করা যায় পুরোহিতদের। এক বাড়ি থেকে পুজো করে বেরোনোর সঙ্গে সঙ্গেই পাড়া-প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁকে পাকড়াও করেন অন্য বাড়ির পুজোর জন্য। রাস্তায় নামাবলী গায়ে ধুতি পরা পুরোহিত দেখতেই আমরা এখনও অভ্যস্ত। ঠিক তারই ব্যতিক্রম ছবি ধরা পড়েছে নদিয়ায়। মহিলা পুরোহিত বসেছেন পুরোহিতের আসনে। নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই মহিলারা জায়গা করে নিয়েছেন পুরোহিতের আসনের।
advertisement
আরও পড়ুনঃ রাজ আমলের প্রাচীন এই সরস্বতী পুজো! অন্য রকম পুজোর রীতি মদন মোহন বাড়িতে
প্রসঙ্গত, মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবন কাহিনী নিয়ে বাংলা সিনেমায় প্রকাশিত হয় 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' নামে সিনেমা। পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন'। তারপর থেকে নানা জায়গায় পুরোহিতের আসনে মেয়েদের বসতে দেখা যাচ্ছে। সেই পথই বেছে নিল নদিয়ার ভীমপুর আসাননগর।
আসাননগর বাজারে মহিলা পুরোহিত করলেন সরস্বতী পুজো। সুস্পষ্ট মন্ত্র উচ্চারণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী ভক্তি সহকারে মহিলা পুরোহিত বিদিশাকে পুজো করতে দেখা গেল এ দিন ভীমপুর আসাননগর বাজার সংলগ্ন এলাকায়, যা দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
Mainak Debnath