যেমন, বেলডাঙ্গা ট্রাফিক মোড় থেকে কৃষ্ণনগর স্টেশনের রাস্তাটির বেহাল দশা, যার ফলে নিত্যদিন ভোগান্তি হয় যাত্রীদের। সেই রাস্তাটি মেরামতের আর্জি জানান তিনি। দ্বিতীয়ত, কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে এসকেলেটর বসানোর জন্য বলেন। তৃতীয়ত, কৃষ্ণনগর স্টেশনটিকে সৌন্দর্যায়ন করার দাবি জানান তিনি। এই তিনটি সমস্যা তিনি তুলে ধরেন রেল মন্ত্রকের কাছে।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া মহুয়া মৈত্রের বার্তা:
advertisement
এবার সাংসদ মহুয়া মৈত্রের বার্তায় সাড়া দিল রেল মন্ত্রক। রেলমন্ত্রকের সেই চিঠিতে জানানো হয়, কৃষ্ণনগর বেলডাঙ্গা ট্রাফিক মোড় থেকে কৃষ্ণনগর রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি এখনও পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভা থেকে মেরামত করা হত। যদি রেল কর্তৃপক্ষ চায় তাহলে সেটি মেরামত করতে পারবে। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। এবং রেলমন্ত্রকের ওই চিঠিতে জানানো হয়েছে কৃষ্ণনগর স্টেশনে খুব শীঘ্রই একটি এসকেলেটর দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই সেই এসকেলেটর বসানো হবে কৃষ্ণনগর স্টেশনে। এছাড়াও, কৃষ্ণনগর স্টেশন এবং স্টেশন সংলগ্ন বেশ কিছু এলাকায় সৌন্দর্যায়নের কাজ হয়েছে ইতিমধ্যেই। কিছু সমস্যার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেইসব সমস্যার সমাধান হয়ে গেলে সৌন্দর্যায়নের কাজ আরও দ্রুত গতিতে হবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়তি অনুদানের ফলে খুশি জেলার ব্যবসায়ীরা
আরও পড়ুন: টেট পাশ না করে, টাকার বিনিময়ে স্কুলে চাকরি! স্ত্রীর দুর্নীতি ফাঁস করলেন প্রাক্তন স্বামী!
উল্লেখ্য, নদিয়া জেলার কৃষ্ণনগর রেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে যাতায়াত করে। এই স্টেশন মুর্শিদাবাদ ও কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তবে প্রতিদিনের যাতায়াতে নিত্য যাত্রীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কিছু নিত্যযাত্রীরা জানান, সব থেকে বড় সমস্যা বেলডাঙ্গা ট্রাফিক থেকে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত রাস্তাটির বেহাল দশা! রাস্তা খারাপের কারণে নিত্যদিন ট্রাফিক জ্যাম লেগে থাকে ওই রাস্তাটিতে। তবে এবার আশা করা যাচ্ছে দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
Mainak Debnath






