প্রসঙ্গত কিছুদিন আগেই শিবনিবাস মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিবনিবাস মন্দির সংলগ্ন চূর্ণী নদীতে ভক্তরা পুজো দিতে এলে স্নান করেন। কিন্তু নদীর পাড় কাঁচা হওয়ায় খুব অসুবিধায় পড়তে হয় ভক্তদের। তাই তিনি জানান নিজের তহবিলের টাকা দিয়ে তিনি শিবনিবাস মন্দির সংলগ্ন চূর্ণী নদীর স্নানঘাট সিমেন্টের বাঁধিয়ে দেবেন। তার এই প্রতিশ্রুতি দেওয়াতে খুশি স্থানীয় এলাকার মানুষ।
advertisement
Location :
First Published :
March 01, 2022 8:33 PM IST