আরও পড়ুনঃ রোজ ছোট্টো এক দুটো দানা! উপকার ভাবনাতীত! ঝপঝপ করে কমবে ওজন!শক্তি হবে লোহার মতো
ইতিমধ্যেই ড্রাইভার তীব্র গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ চাকার তলায় পড়ে বিশ্বজিৎ। রক্তাক্ত অবস্থায় তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কৃষক পরিবারের সন্তান বিশ্বজিৎ দাস, বাবা দুলাল দাস এবং মা সরস্বতীর একমাত্র সন্তান ছিলেন তিনি। অভাবের কারণেই দু-বছর আগে এই কাজে যোগ দেওয়া। ঘটনাস্থলে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার ঘটনাস্থলে উপস্থিত হন।
advertisement
পেট্রোল পাম্পে থাকা সিসি ক্যামেরাতে গাড়ির নম্বর ধরা না পড়লেও অন্য উপায়ে গাড়ি ধরার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে পেট্রোল পাম্প মালিক থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে কর্মীদের নিরাপত্তার প্রশ্ন।
Mainak Debnath