জানা যায়, ওই পড়ুয়া বিকেল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন পড়তে যাওয়ার জন্য। টিউশন থেকে বেরিয়ে অটো করে চলে যায় চূর্ণী নদীর ব্রিজের সামনে। কিশোরীর বাবা জানায়, চূর্ণী নদীর ব্রিজের উপরেই এক যুবকের সঙ্গে সে দেখা করে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তার জেরেই তৎক্ষণাৎ সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়।
advertisement
আরও পড়ুনঃ বিটরুট দিয়ে সহজেই তৈরি করে ফেলুন টোনার, ত্বক হবে সুন্দর আর টানটান
এরপরেই প্রত্যক্ষদর্শীরা খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে। ওই কিশোরীর ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ থেকে পরিচয় পত্র বের করে খবর দেওয়া হয় পড়ুয়ার বাড়িতে। তবে অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যে বিলম্ব হয়। মঙ্গলবার সকালে বিপর্যয় মোকাবিলা কর্মীরা উদ্ধারকার্যে নামেন নদীতে। কিশোরীর পরিবারে খবর জানতেই কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Mainak Debnath