ঘটনার সূত্রপাত গত ৮ তারিখে কৃষ্ণনগর ১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে৷ বিজেপি কর্মীদের অভিযোগ, ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের পক্ষে ২৫ জনের সমর্থন ছিল, অন্যদিকে বিজেপির পক্ষে ২৬ জনের সমর্থন ছিল। স্থায়ী সমিতির গঠনে ভোটাধিকার ছিল এলাকার সাংসদ জগন্নাথ সরকারের। কিন্তু তিনি ভোটাভুটির দিন অনুপস্থিত থাকেন৷ ফলে বিজেপি-র পক্ষে ভোট কমে যায়৷ এ ছাড়াও বিজেপির পক্ষের একজন পঞ্চায়েত প্রধান অনুপস্থিত ছিলেন৷ ফলে ভোটাভুটিতে স্থায়ী সমিতির দখল পেয়ে যায় তৃণমূল।
advertisement
আরও পড়ুন: মেট্রো রেলের বড় ঘোষণা, কালী পুজোয় বেশি রাত পর্যন্ত চলবে ট্রেন! সময়সূচি জানুন
কার্যত জেতা পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি-র কর্মী, সমর্থকরা৷ এরই প্রতিবাদে আজ নদিয়া উত্তর জেলার বিজেপি কার্যালয়ের সামনে দলের সাংসদের ছবিতে জুতোর মালা পরিয়ে এবং ছবিতে জুতো মেরে জগন্নাথ সরকারের পদত্যাগ দািব করতে থাকেন বিজেপি কর্মী, সমর্থকরা৷ তাঁদের অভিযোগ, তৃণমূলের কাছে জগন্নাথ সরকার বিক্রি হয়ে গিয়েছেন৷
এই ঘটনায় স্বভাবতই জেলা বিজেপি নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছেন৷ কর্মীদের তোলা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য জগন্নাথ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি৷