এই বাড়তি ছাড়ের ফলে খুশি পূজা কমিটি গুলি। শুধু কলকাতা বা শহরতলিই নয়, জেলার কিংবা গ্রামে গঞ্জের সমস্ত পূজা কমিটি গুলি এবার পুজোর জন্য প্রস্তুত হচ্ছে জোরকদমে। পুজো কমিটিগুলির পাশাপাশি তৎপর হয়েছে প্রশাসনও। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পাঁচ দিন নিরাপত্তার কোনও ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন। সেই কারণেই দুর্গাপুজোর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ এর সমস্ত পূজা কমিটি গুলিকে নিয়ে করা হল একটি প্রশাসনিক বৈঠক।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সিলিন্ডারের সেফটি চেকিং শান্তিপুরে
নদিয়ার কৃষ্ণগঞ্জের ১৪০ টি পূজা কমিটিকে নিয়ে এদিন প্রশাসনিক বৈঠক করা হল কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের কমিটি সভাকক্ষে। এই প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি, কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ, ও পুলিশ হেডকোয়ার্টারের আধিকারিকেরা। সূত্র মারফত জানা যায় এই প্রশাসনিক সভায় বাড়তি কোন নিয়মের কড়াকড়ি না থাকলেও প্রতিটি পূজা কমিটিকে নির্দেশ দেওয়া হয় সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার।
আরও পড়ুনঃ প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার
মন্ডপে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার থেকে শুরু করে প্রয়োজনীয় স্যানিটাইজার ও মাস্ক রাখার নির্দেশ দেওয়া হয়। শহরতলীর পূজা গুলির মত কৃষ্ণগঞ্জের কোনও রাস্তা পুজোর সময় বন্ধ না থাকলেও পূজা কমিটি গুলিকে দায়িত্ব দেওয়া হয় মন্ডপের প্রবেশ পথ ও বাহির পথের সঠিক রাস্তা করার জন্য। এই প্রশাসনিক বৈঠকের সমস্ত নির্দেশ মেনেই দুর্গাপুজোর আয়োজন করা নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।
Mainak Debnath