স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সামশেরগঞ্জ ও ফরাক্কা থানার মধ্যবর্তী স্থান আকুরা সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে কালিপুজোর বাজি ফাটাতে মত্ত ছিল বেশ কয়েকজন যুবক। সেই সময় বিপত্তি ঘটে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
এবছর শব্দবাজি ও আতসবাজি মজুত করে রাখার ঘটনায় একাধিক উদ্যোগ গ্রহণ করে জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ শব্দবাজি। তারপরেও প্রশাসন কে বুড়ো আঙুল দেখিয়ে মুলত এই শব্দবাজি মজুত করে রেখে বিক্রি করা হয়েছে। আর সেই নিষিদ্ধ শব্দবাজি ফাটাতে গিয়েই যুবকের চরম পরিনতি ঘটল মুর্শিদাবাদে। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী