আরও পড়ুন: গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি
সোমবার দুপুরে মুজিবর আনসারির বাড়িতে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মুজিবরের স্ত্রী পলি বিবি গুরুতর আহত হন। কিন্তু এই ঘটনার পরই আহত মহিলা সহ পরিবারের সকলে বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্থানীয়দের অনুমান, ওই মুজিবর আনসারির বাড়িতে বোমা মজুত করা ছিল। কোনভাবে সেখানেই বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীর একাংশের দাবি, মুজিবর তৃণমূল কর্মী। সে পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধার কাজ করছিল।
advertisement
এদিকে ডোমকলের হরিশঙ্করপুরে ফিরহাদ হাকিমের সভার আগে এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার ঢিলেঢালা অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। ঘটনা হল, পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই বিস্ফোরণ, অস্ত্র উদ্ধার, বোমা উদ্ধারে ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথম খুন এই জেলারই খাড়গ্রামে ঘটেছে। মনোনয়ন জমা পর্বে এই ডোমকলই শাসক-বিরোধী সংঘর্ষের ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল। সোমবার সেখানেই বিস্ফোরণ হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়ালো।
কৌশিক অধিকারী