TRENDING:

Panchayat Election 2023: ফিরহাদের সভার আগে ডোমকলে বিস্ফোরণ, আহত ১

Last Updated:

পঞ্চায়েত ভোট উপলক্ষে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করার কথা ছিল ফিরাদ হাকিমের। তার আগেই ডোমকলে বোমা বিস্ফোরণে আহত হলেন এক মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের কেঁপে উঠল মুর্শিদাবাদ। সোমবার বিকেলে ডোমকলে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সভার আগে কেঁপে উঠল এলাকা। এই ঘটনায় আহত হন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের চোয়াপাড়া এলাকায়।
advertisement

আরও পড়ুন: গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি

সোমবার দুপুরে মুজিবর আনসারির বাড়িতে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মুজিবরের স্ত্রী পলি বিবি গুরুতর আহত হন। কিন্তু এই ঘটনার পরই আহত মহিলা সহ পরিবারের সকলে বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্থানীয়দের অনুমান, ওই মুজিবর আনসারির বাড়িতে বোমা মজুত করা ছিল। কোনভাবে সেখানেই বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীর একাংশের দাবি, মুজিবর তৃণমূল কর্মী। সে পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধার কাজ করছিল।

advertisement

এদিকে ডোমকলের হরিশঙ্করপুরে ফিরহাদ হাকিমের সভার আগে এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার ঢিলেঢালা অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। ঘটনা হল, পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই বিস্ফোরণ, অস্ত্র উদ্ধার, বোমা উদ্ধারে ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথম খুন এই জেলারই খাড়গ্রামে ঘটেছে। মনোনয়ন জমা পর্বে এই ডোমকলই শাসক-বিরোধী সংঘর্ষের ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল। সোমবার সেখানেই বিস্ফোরণ হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়ালো।

advertisement

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat Election 2023: ফিরহাদের সভার আগে ডোমকলে বিস্ফোরণ, আহত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল