কোথাও কোথাও আবার পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়। বহু মানুষ বাড়িতে বহু ফুল গাছ লাগায়। ছাদ বাগান করেন অনেকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শুরু হয়েছে তেমনই এক পুষ্প প্রদর্শনী।
জিয়াগঞ্জের বিএসএ মাঠে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার কাউন্সিলর অনিল চুড়োরিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ফিতে কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
advertisement
আরও পড়ুন: মুর্শিদাবাদে শুরু দাতা-বাবার মেলা, উপচে পড়ছে ভিড়
এই পুষ্প প্রদর্শনীতে শীতকালীন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুলের সম্ভার উপচে পড়ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছও এই প্রদর্শনীতে আছে। দীর্ঘ ৪০ বছর ধরে হয়ে আসছে এই পুষ্প প্রদর্শনী। এলাকার বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন সকলের সামনে নিজেদের বাগানে ফোটা ফুল তুলে ধরার সুযোগ পান তাঁরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪০ বছর ধরে এই পুষ্প প্রদর্শনী হয়ে আসছে। এত ফুলের মাঝে অন্যরকম আনন্দ পাওয়া যায়। আজকের এই অনুষ্ঠান সত্যিই খুব আনন্দদায়ক।
পুষ্প প্রদর্শনীতে নিজের বাগানের ফোটা ফুল নিয়ে অংশগ্রহণ করা এক মহিলা বলেন, "এই অনুষ্ঠানে আমি ১০ বছর ধরে অংশগ্রহণ করছি। বাড়িতে সুন্দর করে ফুলের যত্ন করে বড়ো করে তুলি। সেই যত্নের ফুল পুষ্প প্রদর্শনীতে নিয়ে আসতে পেরে দারুণ লাগে। এই সুযোগ করে দেওয়ার জন্য পুষ্প প্রদর্শনীর উদ্যোক্তাদের সাধুবাদ জানাই।"
কৌশিক অধিকারী