আর্থিক অনটনের সম্মুখীন হচ্ছে তারা। লোন নিয়ে ব্যবসা করায় লোনের কিস্তি পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। আর তাই পর্যটকদের কাছে বেঁচে থাকার জন্য নয় বরং বিষ কিনে আত্মহত্যা করার জন্য ভিক্ষে চাইছে তারা। এমনকি এক হকারের স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে, বর্তমানে সে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একাধিকবার হাজারদুয়ারি কর্তৃপক্ষের কাছে পশ্চিম দিকের গেটটি খুলে দেওয়ার জন্য আবেদন করতে থাকেন ব্যবসায়ীরা। আবেদনে সাড়া না দেওয়ায় কয়েক সপ্তাহ ধরে হাজারদুয়ারিকর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামে সেখানকার ব্যবসায়ী ও যৌথ মঞ্চ। হকারদের দাবি, কাজ বন্ধ রয়েছে।
advertisement
আরও পড়ুন:মুর্শিদাবাদের মহিলা ঢাকিরা এবার সুরুচি সংঘের পুজোয়! ঢাক বাজাবেন একই পরিবারের ননদ-জা-বউরা
তাই কিস্তির টাকা দিতে পারছেন না। তাই অভাবের কারণেই কিটনাশক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, অন্যহকারদের দাবি, গত দু’মাস ধরে হাজারদুয়ারির পশ্চিম দিকের গেট বন্ধ থাকায় একবারে জিনিস বিক্রি হচ্ছে না, ফলে সংসার চালানো দূরের কথা। যার কারণে এই আন্দোলনে নামতেবাধ্য হয়েছেন বলে জানাচ্ছেন হকাররা। শারদীয়া দুর্গাপুজোর আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাজারদুয়ারিতে। সমস্যার সমাধান হোক দাবি করছেন হকাররা।
কৌশিক অধিকারী