তবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে হিংসায় আহত অবস্থায় সকলকেই প্রায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাত পর্যন্ত চলে ভর্তি প্রক্রিয়া। তাই এবার বেড সংখ্যা বাড়ানো হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । সুত্রের খবর, আগে যা বেড সংখ্যা ছিল জেনারেল সার্জিকাল বিভাগে, তার থেকে আরও প্রায় ৫০টি বেড বৃদ্ধি করা হল জরুরি কালীন ভিত্তিতে।
advertisement
শনিবার সারা রাজ্য জুড়ে গ্রাম বাংলার গনতান্ত্রিক উৎসব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট নিয়ে সরগরম ছিল মুর্শিদাবাদের অবস্থা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ছে নির্বাচনী হিংসার জেরে আহত রোগীর সংখ্যা শতাধিক। কেউ বোমার আঘাতে কেউ বা গুলিবিদ্ধ হয়েছেন। ইট, পাথর, লাঠি এমনকি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন প্রচুর মানুষ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে রক্তে লাল এই জেলা! একের পর এক খুন! কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী?
পঞ্চায়েত নির্বাচনের দিন এ পর্যন্ত নির্বাচনী হিংসার জেরে জেলায় চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শতাধিক। সেই সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি পাঁচ মিনিট অন্তর আহত অবস্থায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে উপস্থিত হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। উপচে পড়ছে আহতদের সংখ্যা।
আরও পড়ুন: যত কাণ্ড মুর্শিদাবাদে! বোমার ঘায়ে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
রোগীদের পর্যাপ্ত আসন সংখ্যা সামাল দিতে না পেরে তড়িঘড়ি বাড়ানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেডের সংখ্যা। নতুন করে বেড সংখ্যা বৃদ্ধি করে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার ভোর রাত পর্যন্ত রোগীদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য বলে জানা যায়।
কৌশিক অধিকারী