জানা যায়, গ্রামের মাঠে একটি পরিত্যক্ত মোটর ঘরের ছাদে দুটি প্লাস্টিকের জার দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরই দু-বালতি ভর্তি কৌটো ও বোতল বোমা উদ্ধার করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ।
আরও পড়ুন: নির্দলদের দলে ফেরানো নয়, পঞ্চায়েত ভোটের ফল বেরতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের
advertisement
বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড কর্মীদের। কে বা কারা কী কারণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। রাজ্যে বিরাম নেই বোমা উদ্ধারে। কোনও না কোনও জেলায়, প্রায় প্রত্যেকদিন উদ্ধার করা হচ্ছে একের পর এক তাজা বোমা। কয়েকদিন আগে বীরভূম জেলা থেকে উদ্ধার করা হয় ৩০টি তাজা বোমা।
আরও পড়ুন: একটা স্বাক্ষর নেই বলে কান্দির দুই বুথের ভোট পুরো বাতিল! কার সই? বিরাট শোরগোল
আর সেই তালিকায় শীর্ষস্থানে নাম রয়েছে মুর্শিদাবাদ জেলার। পঞ্চায়েত ভোটের আগে ও পরে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। বোমা উদ্ধারের তালিকায় ছিল ডোমকল, সামশেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর, সাগরপাড়া, জঙ্গিপুর। এবার সেই তালিকায় ঢুকল হরিহরপাড়া।
রাকিবুল ইসলাম