এ বিষয়ে কান্দির বিডিও নীলাঞ্জন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন \" আমাদের কাছে সেই রাতেই খবর আসে ঝড়ের ফলে একাধিক গাছ রাস্তার উপায় ভেঙে পড়েছিল ফলে রাস্তা যানজটের সৃষ্টি হয়। আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থেকে তৎক্ষণাৎ সমস্যা সমাধান করার চেষ্টা করি। তাছাড়া অনেকেরই বাড়ির ক্ষতি হয়েছে, অফিসিয়ালি আবেদন করলে সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।\"
advertisement
আরও পড়ুনঃ Murshidabad: জেলা জুড়ে পালিত হল আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস
আরও পড়ুনঃ Murshidabad: ৮ ফুট দাড়ি নিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলতে চান জাবিরুল সেখ
অন্যদিকে, প্রবল ঝড় বৃষ্টিতে রেললাইনের ওপর ভেঙে পড়ল গাছের ডাল। আর তাতেই ঘটলো বিপত্তি। স্টেশন ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল লালগোলা রানাঘাট লোকাল। বুধবার সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে ঠিক এমনই ঘটনা ঘটলো বহরমপুর স্টেশন থেকে কিছুটা দূরত্বে। আর তাতেই বহরমপুর স্টেশন ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ল ট্রেন। এরপর বাধ্য হয়েই উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা সহ ট্রেনের যাত্রীরা।
Koushik Adhikary