শীত মানেই পর্যটনের মরসুম। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় সেই পুরানো উৎসাহ ফিরে এসেছে মানুষের মধ্যে। ফলে মুর্শিদাবাদের হাজারদুয়ারীতে ঘুরতে আসছেন পর্যটকরা। ক্রমশই তাদের সংখ্যা বাড়ছে। আর তাতে যথেষ্ট খুশি প্রকৃতি তীর্থের পাশে থাকা ব্যবসায়ীরা।
আরও পড়ুন: কিউআর কোডে সরস্বতী পুজোর চাঁদা! খুচরো নেই বলার দিন শেষ ঘোষণা খুদেদের
advertisement
প্রকৃতী তীর্থ একদা মতিঝিল নামে পরিচিত ছিল। বিশাল এলাকা নিয়ে গঠিত এই মতিঝিল পার্ক। এই পার্কের বাইরে পসরা সাজিয়ে নানান জিনিস বিক্রি করেন ব্যবসায়ীরা। এদের মধ্যে কেউ কুড়ি বছর, কেউ বা পনেরো বছর ধরে ব্যবসা করছেন। তবে করোনা এসে এঁদের প্রত্যেকেরই মুখের ভাত কেড়ে নিয়েছিল।
মহামারির জেরে গত দু'বছর এই সময় বন্ধ ছিল মুর্শিদাবাদের বিভিন্ন পর্যটন কেন্দ্র। মতিঝিলও বন্ধ ছিল। এর ভয়ঙ্কর প্রভাব পড়েছিল পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের উপর। তবে সেই দুর্বিষহ সময় কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরছেন এখানকার ব্যবসায়ীরা। চলতি বছর যেভাবে পর্যটকরা আসছেন তাতে গত দু'বছরের ঘাটতি অনেকটাই মিটে যাবে বলে আশা ব্যবসায়ীদের। পর্যটকরাও বেশ খুশি।
কৌশিক অধিকারী





