TRENDING:

Murshidabad News: হকিকে তুলে ধরতে এবার জেলায় প্রশিক্ষণ শিবির, কোথায় জেনে নিন

Last Updated:

ওড়িশায় পুরুষদের হকি বিশ্বকাপ চলছে। এরই মধ্যে মুর্শিদাবাদের কান্দিতে আয়োজিত হল বিশেষ হকি প্রশিক্ষণ শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় বুঁদ নতুন প্রজন্মের খেলার মাঠ ভুলতে বসেছে। ক্রিকেট-ফুটবলটাও তারা অনলাইনে খেলে। এই নেক্সট জেন প্রজন্মকে আবার মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদের কান্দিতে। আয়োজিত হল তিনদিনব্যাপী হকি প্রশিক্ষণ শিবির।
advertisement

কান্দির বহরা মাঠে আয়োজন করা হয়েছিল এই হকি প্রশিক্ষণের। প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে এই শিবির আয়োজিত হয়। যা সোমবার বিকেলে শেষ হয়েছে। শনিবার শুরু হয়েছিল। কান্দি লাহাড়পাড়া অ্যাথলটিক ক্লাবের উদ্যোগে এই হকি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।

কান্দিতে খেলাধুলো বলতে মূলত ফুটবল এবং ক্রিকেটের চর্চাই বেশি। তবে সম্প্রতি পুরনো খেলা হকির দিকেও নজর দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরের আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে হকি প্রশিক্ষণের ক্ষেত্রে কোনরকম মূল্য নেওয়া হবে না। তবে হকি খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অ্যাস্ট্রোটার্ফ না থাকায় নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ বোম্ব স্কোয়াড কেন? জয়নগরের মাঠে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা

View More

তবে হকি প্রশিক্ষণ শিবির আয়োজিত হওয়ায় খুশি এই খেলাটির সঙ্গে জড়িত সকলেই। এতদিন মুর্শিদাবাদে শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট খেলার প্রশিক্ষণের কথা শোনা যেত। তবে বর্তমানে এখানে হকি খেলার যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাতে মুর্শিদাবাদ জেলার সামগ্রিকভাবে খেলার উন্নতি হবে এটাই আশা করা যায়। ভবিষ্যতে এখান থেকে প্রচুর ভাল হকি খেলোয়াড় উঠে আসবে বলে আশা করছেন আয়োজকরা। উল্লেখ্য, এই মুহূর্তে ওড়িশায় পুরুষদের হকি বিশ্বকাপ চলছে। সেখানে অন্যতম ফেভারিট ভারতীয় দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাঁচতালার উপর আটকে...কাকে উদ্ধার করতে এল দমকল জানেন? ঘটনা শুনলে বিশ্বাসই হবে না
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হকিকে তুলে ধরতে এবার জেলায় প্রশিক্ষণ শিবির, কোথায় জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল