কান্দির বহরা মাঠে আয়োজন করা হয়েছিল এই হকি প্রশিক্ষণের। প্রায় ২৫ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে এই শিবির আয়োজিত হয়। যা সোমবার বিকেলে শেষ হয়েছে। শনিবার শুরু হয়েছিল। কান্দি লাহাড়পাড়া অ্যাথলটিক ক্লাবের উদ্যোগে এই হকি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
কান্দিতে খেলাধুলো বলতে মূলত ফুটবল এবং ক্রিকেটের চর্চাই বেশি। তবে সম্প্রতি পুরনো খেলা হকির দিকেও নজর দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরের আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে হকি প্রশিক্ষণের ক্ষেত্রে কোনরকম মূল্য নেওয়া হবে না। তবে হকি খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অ্যাস্ট্রোটার্ফ না থাকায় নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: হঠাৎ বোম্ব স্কোয়াড কেন? জয়নগরের মাঠে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা
তবে হকি প্রশিক্ষণ শিবির আয়োজিত হওয়ায় খুশি এই খেলাটির সঙ্গে জড়িত সকলেই। এতদিন মুর্শিদাবাদে শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট খেলার প্রশিক্ষণের কথা শোনা যেত। তবে বর্তমানে এখানে হকি খেলার যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাতে মুর্শিদাবাদ জেলার সামগ্রিকভাবে খেলার উন্নতি হবে এটাই আশা করা যায়। ভবিষ্যতে এখান থেকে প্রচুর ভাল হকি খেলোয়াড় উঠে আসবে বলে আশা করছেন আয়োজকরা। উল্লেখ্য, এই মুহূর্তে ওড়িশায় পুরুষদের হকি বিশ্বকাপ চলছে। সেখানে অন্যতম ফেভারিট ভারতীয় দল।
কৌশিক অধিকারী