TRENDING:

Murshidabad News: পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সামশেরগঞ্জে

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে ফের মন্দিরে বড়সড় চুরি। সোমবার গভীর রাতে পরপর দুটি মন্দিরে বিপুল পরিমাণে সোনার গহনা, চাঁদির গহনা, প্রনামি বাক্স সহ মন্দিরের সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে ফের মন্দিরে বড়সড় চুরি। সোমবার গভীর রাতে পরপর দুটি মন্দিরে বিপুল পরিমাণে সোনার গহনা, চাঁদির গহনা, প্রনামি বাক্স সহ মন্দিরের সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে সামসেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের ধুসরীপাড়া আনন্দধাম ও কালি মন্দিরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি গত ৩০শে নভেম্বর মঙ্গলবার গত এক সপ্তাহ আগেই সামসেরগঞ্জের তিনপাকুরিয়া এলাকায় জগন্নাথ মন্দির থেকে বিপুল পরিমাণ সোনা ও চাঁদির সামগ্রী চুরি হয়।
advertisement

গত এক সপ্তাহ আগে বুধবার সকালে মন্দির খুলতেই বিপত্তি। জগন্নাথ মন্দিরে চুরি দেখে চক্ষু চড়কগাছ এলাকার বাসিন্দারা। ঐদিন মঙ্গলবার রাত্রে প্রায় ৩৫-ভরি সোনা সহ দুটি সি সি টিভি ভেঙে জগন্নাথ মন্দিরের ভিতরে চুরি যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।সামশেরগঞ্জের পর এবার নিমতিতা এলাকার ঐতিহ্যবাহী আনন্দধাম ও কালিমন্দির থেকে গহনা চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ শবদেহ মুখাগ্নি কেন্দ্রের কাজ না করেই টাকা নিয়ে চম্পট দিল ঠিকাদার!

নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই চুরির সঙ্গে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মন্দিরের চুরি নিয়ে। শীতের মরশুম পড়তেই কুয়াশা কে কাজে লাগিয়ে কি চুরি করা হয়েছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য সামশেরগঞ্জে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল