স্থানীয়দের দাবি, পাহাড়পুর থেকে ট্রাক্টরে করে প্রতি প্রায় ৪০-৫০ গাড়ি মাটি পাচার হয়। এই অতিরিক্ত চাপ পড়ার ফলে ঢালাই রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারাও দুর্ঘটনার শিকার হচ্ছে। এর ফলে তাঁদের প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলাচল করতে হয় বলে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে দিয়ে ছুটছিল বাইক, হঠাৎ বিকট শব্দ! তারপর যা হল...
advertisement
এক অভিযোগকারী বলেন, "সকাল সাড়ে সাতটা থেকে এসে দেখছি ট্রাকটার যাচ্ছে। এই ঘন কুয়াশার মধ্যে কখন থেকে যে মাটি কাটা শুরু হয়েছে তা জানি না। মাটির পাহাড় কেটে যদি ফেলা হয় তাহলে বন্যার সময় জল ঢুকবে মাঠের জমিতে। এতে ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে।
অন্য এক বিক্ষোভকারীর দাবি, "এগুলো আমাদের আউস জমি। পুকুর কাটার ফলে আগে যে জমিতে চাষ করতাম সেখানে জলে ভরে যেত। এখন যে জমিতে চাষ করছি এভাবে মাটি কাটতে থাকলে এই জমিগুলোও জলের তলায় যাবে। দীর্ঘদিন থেকেই এই মাটি কেটে ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে। বারবার প্রশাসনকে বলেও কোনও উপায় না পেয়ে আজ একজোট হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি।"
এক মহিলা জানান, একদিন সকালে আমারই বাড়ির এক আত্মীয়ের ছেলে মারা গিয়েছিল। এভাবে চলতে থাকলে না খেতে পাব, আর না শান্তি করে থাকতে পারব। এর একটা বিহিত হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার।"না
কৌশিক অধিকারী