আরও পড়ুনঃ ২ বছর পর পড়েছে খরপোষ মামলার শুনানির দিন! কান্দি আদালতের বিচারের গতি বৃদ্ধির নির্দেশ
এর আগে বারবার ভগ্নদশা সহ হাসপাতালের পরিকাঠামো বেহাল নিয়ে শিরোনামে উঠে এসেছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। তাই এবার হাসপাতালের হাল ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হল।
রোগীর পরিবারের দাবি, জমা নোংরা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শুধু তাই নয়, আবর্জনার স্তুপ তৈরী হয়েছে হাসপাতাল চত্ত্বরে। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে রোগীর আত্মীয়দের।
advertisement
ঐ জমা জলের দুর্গন্ধে বিরক্তি প্রকাশ করছেন রোগীর পরিজনেরা। একদিকে মশার উপদ্রব। আরেকদিকে নোংরা জলের অস্বাভাবিক দুর্গন্ধ। দিনের বেলায় যেমন তেমন সন্ধ্যা গড়তেই ঝাঁকে ঝাঁকে মশার উপদ্রব বাড়ে। আর তাকেই সঙ্গী করেই থাকতে হচ্ছে অসংখ্য রোগীর আত্মীয়দের। জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনায় ক্ষুদ্ধ রোগীর আত্মীয় থেকে গাড়ি চালকেরা। চাইছেন দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা করুক হাসপাতাল চত্বর।
হাসপাতালের যেহেতু সমস্ত ম্যানহোল প্রায়ই বন্ধ হয়ে পড়েছে। তারই ফলে একটু বৃষ্টি হলে হাসপাতাল চত্বরে জল জমে যাওয়ার ছবি উঠে এসেছে এর আগে। আবারও যদি ঐ রকমভাবে জল জমে তাহলে পিছনের যে বহুদিন থেকে জল জমে রয়েছে তার মিশে গিয়ে যে কোনও সময় সুস্থ মানুষ’কে অসুস্থ করে তুলতে পারে এই দুর্গন্ধ যুক্ত জলে। তাই হাসপাতালের মান উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে পরিকাঠামো গত উন্নয়ন সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়।
কৌশিক অধিকারী