আরও পড়ুন: অভিষেককে আশ্বাস ইডি-র! কলকাতা হাইকোর্টে পিছোল এফআইআর মামলার শুনানি..এবার
বুধবার সকাল ৫:৫০ নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনিতে গুরুতর আহত অবস্থায় এই সাপটি উদ্ধার হয়। রেল কলোনির একটি বাড়িতে ইলেকট্রিক পাম্পের পাশে হঠাৎ সাপটিকে দেখে চমকে ওঠে সবাই। গোখরো সাপ দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সঙ্গে সঙ্গে ফোন যায় প্রলয় চ্যাটার্জির কাছে। দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু তাঁর আসার আগেই যে বাড়িতে সাপ দেখা গেছে তাদের সদস্যরা কার্বলিক অ্যাসিড ও ফিনাইল ছিটিয়ে দিয়েছে বিষধরটির গায়ে। আর তার ফলে গায়ে তৈরি হয়েছে অজস্র ক্ষত। সেইসঙ্গে একটি জাল দিয়ে ঘিরে রাখা ছিল সাপটিকে।
advertisement
সর্পপ্রেমী প্রলয়বাবু সেখানে পৌঁছে জাল কেটে সাপটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাপটির গা থেকে অ্যাসিড ধোয়ার জন্য এক অভিনব পন্থা নেন তিনি। বিশেষ কায়দায় মাথা ধরে সাপটিকে ডিটারজেন্ট গোলা জলে বারবার ডুবিয়ে তার গা ধুয়ে দেন। তারপর সাপটিকে পরিষ্কার জলেও স্নান করানো হয়। এতে ধীরে ধীরে সাপটি সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে ব্যাগে ভরে ওই সর্বপ্রেমী খবর দন বন দফতরের বাগদাবারা বিট অফিসে। বনকর্মীরা এসে ওই গোখরো সাপটিকে নিয়ে যায়। তাকে সম্পূর্ণ সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা।
কৌশিক অধিকারী