বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি উপ সংশোধনাগারে।
জানা গিয়েছে, কান্দি থানার মুনিগ্রামের বাসিন্দা সুরজ শেখ মিনারুল শেখ খুনের ঘটনায় কান্দি থানার হেফাজতের মাধ্যমে জেল হেফাজতে ছিল। গত ২৩ জানুয়ারি কান্দি থানার মুনিগ্রামে খুন হয় মিনারুল শেখ। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সুরজ শেখ।
আরও পড়ুন: চেনা ব্র্যান্ডের মদের নকল ছেয়ে গিয়েছে বাজারে! চুমুক দেওয়ার আগে সাবধান
advertisement
বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তাকে পেশ করা হলে পুনরায় তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক । আর কান্দি মহকুমা আদালত থেকে কান্দি মহকুমা উপ সং শোধনাগারে সুরজ শেখ নামের ওই বিচারাধীন বন্দিকে নিয়ে আসার সময়ে জেলের মধ্যে প্রবেশের আগেই উপ সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় সুরজ শেখ।
আসামী পালিয়ে যেতেই কান্দি মহকুমা উপ সংশোধনাগারে তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে কান্দির রূপপুর, জেলখানা রোড সহ
কান্দি পৌরসভার সন্নিকট এবং নতুনপাড়া এলাকাতে তল্লাশি শুরু করে।
কান্দি থানার পুলিশ ও কান্দি মহকুমা আদালতের কর্তব্যরত পুলিশ কর্মীরা ডোবা., ঝোঁপ, জঙ্গলে তল্লাশি শুরু করে সুরজ শেখের খোঁজে। যদিও বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি বিচারাধীন বন্দির। পলাতক বন্দিকে খুঁজতে সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী