TRENDING:

Murshidabad News: ডোবা, ঝোঁপে কাকে খুঁজছে পুলিশ? কান্দি শহর জুড়ে হইচই

Last Updated:

আসামী পালিয়ে যেতেই কান্দি মহকুমা উপ সংশোধনাগারে তীব্র উত্তেজনা তৈরি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: এ কী কাণ্ড! পুলিশের চোখে ধুলো, তাও আবার খোদ উপ সংশোধনাগারের মধ্যেই। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল খুনের ঘটনায় এক বিচারাধীন বন্দি ।
বন্দির খোঁজে তল্লাশি পুলিশের।
বন্দির খোঁজে তল্লাশি পুলিশের।
advertisement

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি উপ সংশোধনাগারে।

জানা গিয়েছে, কান্দি থানার মুনিগ্রামের বাসিন্দা সুরজ শেখ মিনারুল শেখ খুনের ঘটনায় কান্দি থানার হেফাজতের মাধ্যমে জেল হেফাজতে ছিল। গত ২৩ জানুয়ারি কান্দি থানার মুনিগ্রামে খুন হয় মিনারুল শেখ। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সুরজ শেখ।

আরও পড়ুন: চেনা ব্র্যান্ডের মদের নকল ছেয়ে গিয়েছে বাজারে! চুমুক দেওয়ার আগে সাবধান

advertisement

View More

বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তাকে পেশ করা হলে পুনরায় তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক । আর কান্দি মহকুমা আদালত থেকে কান্দি মহকুমা উপ সং শোধনাগারে সুরজ শেখ নামের ওই বিচারাধীন বন্দিকে নিয়ে আসার সময়ে জেলের মধ্যে প্রবেশের আগেই উপ সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় সুরজ শেখ।

advertisement

আসামী পালিয়ে যেতেই কান্দি মহকুমা উপ সংশোধনাগারে তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে কান্দির রূপপুর, জেলখানা রোড সহ

কান্দি পৌরসভার সন্নিকট এবং নতুনপাড়া এলাকাতে তল্লাশি শুরু করে।

কান্দি থানার পুলিশ ও কান্দি মহকুমা আদালতের কর্তব্যরত পুলিশ কর্মীরা  ডোবা., ঝোঁপ, জঙ্গলে তল্লাশি শুরু করে সুরজ শেখের খোঁজে। যদিও বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি বিচারাধীন বন্দির। পলাতক বন্দিকে খুঁজতে সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ডোবা, ঝোঁপে কাকে খুঁজছে পুলিশ? কান্দি শহর জুড়ে হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল