TRENDING:

Murshidabad News|| বই বিক্রি, প্যারা টিচার বদলির অভিযোগ! মুর্শিদাবাদের অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে একাধিক পোস্টার

Last Updated:

Poster against school inspector in Samsherganj: অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বেনামী পোস্টার পড়ল। আর তার জেরেই শোরগোল সামশেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বেনামী পোস্টার পড়ল। আর তার জেরেই শোরগোল সামশেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে। পোস্টারে লেখা, ছুটির দিনে অফিস খুলে বই বিক্রি, প্যারা টিচারদের বদলি-সহ একাধিক অভিযোগ সম্বলিত বেনামি পোস্টার ঘিরে ব্যাপক বিতর্ক মুর্শিদাবাদের সামসেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে।
advertisement

অফিস খুলতেই এ দিন বেনামী পোস্টার ঘিরে শোরগোল সৃষ্টি হয়। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন, তা এখনও জানা যায়নি। সাদা কাগজে লেখা এই পোস্টারে সামসেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক স্বেচ্ছাচারী বলে উল্লেখ করা হয়েছে। বেনামি ওই পোস্টারে অভিযোগ করা হয়েছে, ২০২২ সালে নতুন বই ছুটির দিনে অফিস খুলে বিক্রি করা হয়েছে। পাশাপাশি, কোন নিয়মে প্যারা টিচার বদলি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ লজ্জা! বিডিও অফিসের মিটিংয়ে এসআই-কে শারীরিক হেনস্থা, মারধরের অভিযোগ, প্রতিবাদে পথে শিক্ষক সমাজ  

এ দিকে সামসেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে পোস্টার ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বাম ও তৃণমূল। পাশাপাশি অভিযোগ সত্য হলে যারা এই পোস্টার লাগিয়েছে তাতে সংগঠনের নাম দেওয়া হয়নি কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও বেনামী এই পোস্টার নিয়ে স্কুল শিক্ষা দফতরের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advertisement

View More

যদিও এই পোস্টার বিষয়টি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস। যদিও জেলা অবর বিদ্যালয় পরিদর্শক ও মুখ খুলতে নারাজ এই বিষয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News|| বই বিক্রি, প্যারা টিচার বদলির অভিযোগ! মুর্শিদাবাদের অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে একাধিক পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল