অফিস খুলতেই এ দিন বেনামী পোস্টার ঘিরে শোরগোল সৃষ্টি হয়। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন, তা এখনও জানা যায়নি। সাদা কাগজে লেখা এই পোস্টারে সামসেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক স্বেচ্ছাচারী বলে উল্লেখ করা হয়েছে। বেনামি ওই পোস্টারে অভিযোগ করা হয়েছে, ২০২২ সালে নতুন বই ছুটির দিনে অফিস খুলে বিক্রি করা হয়েছে। পাশাপাশি, কোন নিয়মে প্যারা টিচার বদলি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ লজ্জা! বিডিও অফিসের মিটিংয়ে এসআই-কে শারীরিক হেনস্থা, মারধরের অভিযোগ, প্রতিবাদে পথে শিক্ষক সমাজ
এ দিকে সামসেরগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে পোস্টার ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বাম ও তৃণমূল। পাশাপাশি অভিযোগ সত্য হলে যারা এই পোস্টার লাগিয়েছে তাতে সংগঠনের নাম দেওয়া হয়নি কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও বেনামী এই পোস্টার নিয়ে স্কুল শিক্ষা দফতরের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যদিও এই পোস্টার বিষয়টি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস। যদিও জেলা অবর বিদ্যালয় পরিদর্শক ও মুখ খুলতে নারাজ এই বিষয়ে।
কৌশিক অধিকারী






