অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ও সহকারি শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রীরা। উপস্থিত সকল ছাত্রীদের উক্ত বিষয় গুলির সম্পর্কে অবগত করা হয় বলে মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদে সংখ্যালঘু সমাজে বাল্য বিবাহের ঘটনা প্রায়শই দেখা যায়। অভিযোগ দায়ের হয় থানাতেও। তাই সেই পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায় পড়ুয়াদের সচেতনতা বাড়াতেই পুলিশের উদ্যোগ গ্রহণ করল। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ ৩৪নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
গ্রামীন এলাকায় নিত্যদিন চলে এই বাল্যবিবাহ ঘটনা। শুধু তাই নয়, বর্তমানে অধিকাংশ ছাত্র ও ছাত্রীরা মোবাইল ফোনের সীমাবদ্ধ। মোবাইল গেমের বুঁদ তারা। ফলে বৃদ্ধি হচ্ছে সাইবার ক্রাইমের মতো অপরাধ। আর তার জেরেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । মোবাইল ফোনে অনলাইন গেমের প্রতি আকৃষ্ট বর্তমানের ছাত্র সমাজ। তাই সেই সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
Koushik Adhikary






