মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে বেশ কিছু দিন ধরেই মাটি ফেলে পুকুর ভরাট চলছে। বহরমপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ওয়ার্ডের হরিবাবুর ঢালু এলাকায় ট্রাক্টরে করে মাটি এনে পুকুর ভরাট করা হচ্ছিল। রাতে এই কাজ চলার সময় ট্রাক্টরের বিকট আওয়াজে ঘুম উড়েছিল এলাকার মানুষের। স্থানীয় বাসিন্দারা এই পুকুর ভরাট নিয়ে সংশ্লিষ্ট প্রমোটারকে অভিযোগ জানাতে গেলে তিনি এলাকাবাসীদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: হাওড়াজুড়ে স্কেটিংয়ে ঝড়, বিনা পরিকাঠামোতেই উঠে আসছে একের পর এক খেলোয়াড়
অবশেষে সমস্যার সমাধান চেয়ে স্থানীয় ক্লাবের দ্বারস্থ হয় এলাকার মানুষ। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত প্রমোটার সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পাশাপাশি একাধিক ট্রাক্টরও আটক করেছে।
ঘটনা হল বহরমপুরের ঐ এলাকায় পুকুর ভরাটের অভিযোগ দীর্ঘদিনের। এ ব্যাপারে একাধিকবার পুরসভা ও জেলা প্রশাসন হস্তক্ষেপ করলেও কাজের কাজ কিছু হয়নি। কদিন বন্ধ থাকার পর ফের রাতের অন্ধকারে শুরু হয় প্রোমোটারদের দাপাদাপি। তবে এই প্রোমোটাররাজ বন্ধ করতে সক্রিয় হয়েছে প্রশাসন। তাতেই ভরসা পাচ্ছে সাধারণ মানুষ
কৌশিক অধিকারী