ইন্দ্রানী পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা এই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রটিতে ১০ টি শয্যা আছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই হাসপাতালের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, স্থানীয় বিডিও বাপি ধর, খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল, সহকারী সভাপতি শামসের আলি মোমিনরা।
আরও পড়ুন: অসহায় শিশুদের পেট ভরা খাবার খাইয়ে বসন্ত উৎসব পালন
advertisement
পঞ্চায়েতের উদ্যোগে গড়ে তোলা এই গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রটির জন্য শুধু ওই পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দারাই নয়, পার্শ্ববর্তী বীরভূম জেলার অসংখ্য মানুষ উপকৃত হবেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে ইন্দ্রানী গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। কিন্তু তার পরিকাঠামো বলতে কিছুই ছিল না। সেই স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি নতুন করে সংস্কার করে এবার সম্পূর্ণ গ্রামীণ হাসপাতাল রূপে গড়ে তোলা হল। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
কৌশিক অধিকারী