শুক্রবার সকালে এই পাঁচিল ভাঙা শুরু হতেই দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। ইব্রাহিম রহমানের লোকজন পাাঁচিল ভাঙতে যান বলে অভিযোগ। সেই সময়েই শেরফুল হকের পরিবারের পক্ষ থেকে পাঁচিল ভাঙতে বাধা দেওয়া হয়। এই ঘটনার পরেই শেরফুল হকের বাড়ি লক্ষ্য করে ইঁট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ইঁটের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাহিদা বিবির। এই ঘটনায় জখম হন তিনজন। আহত অবস্থায় সকলকে বেলডাঙা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিমা নিরঞ্জন
শেরফুল হকের পরিবারের সদস্যরা বলেন, আমাদের পরিবারের সাথে ইব্রাহিম রহমানের পরিবারের ঝামেলা দীর্ঘদিনের। আজকে পাঁচিল ভাঙা কে কেন্দ্র করে বিবাদ চরমে উঠলে এই পরিনতি ঘটে। আমাদের পরিবারের লোকের মৃত্যু হল। আমরা দোষীদের শাস্তি দাবি করছি। পুলিশ কে জানাব নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক।বেলডাঙা থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুপক্ষের চার জনকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
Koushik Adhikary






