TRENDING:

Murshidabad News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের দুই পৃথক জায়গায়! গ্রেফতার চার

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। কখনও উদ্ধার হচ্ছে তাজা বোমা, কখনও উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার দুই পৃথক থানা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। কখনও উদ্ধার হচ্ছে তাজা বোমা, কখনও উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার দুই পৃথক থানা এলাকায়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা বেলায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার এলাকায় অভিযান চালিয়ে তিন জন ব্যাক্তিকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৫ টি গুলি উদ্ধার করা হয় এবং পরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ফতেপুর ফেরিঘাটে হানা দেয় ডোমকল থানার পুলিশ।
advertisement

সেখান থেকেই আগ্নেয়াস্ত্র সমতে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত মিনারুল শেখ ভবানীপুরের বাসিন্দা। কুপিলা বিশ্বাসপাড়ার বাসিন্দা সাহদুল মালিত্যা ও সুমন মন্ডলকেও গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র রয়েছে ওই ব্যক্তিদের কাছে বলে পুলিশের গোপন সূত্রে খবর ছিল। সূত্র মারফৎ খবর পেয়েই ঘাটে হানা দিয়েছিল ডোমকল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্রআইনে রুজু হয়েছে মামলা। অস্ত্র কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ রান্নার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড! ক্ষতিগ্রস্ত ছটি বাড়ি

অন্যদিকে, বুধবার সন্ধ্যা বেলায় মুর্শিদাবাদ পুলিশ জেলার রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করে এবং তল্লাশি করে তার হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ১টি গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। দুই পৃথক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত মোট চারজনকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের দুই পৃথক জায়গায়! গ্রেফতার চার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল