সেখান থেকেই আগ্নেয়াস্ত্র সমতে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত মিনারুল শেখ ভবানীপুরের বাসিন্দা। কুপিলা বিশ্বাসপাড়ার বাসিন্দা সাহদুল মালিত্যা ও সুমন মন্ডলকেও গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র রয়েছে ওই ব্যক্তিদের কাছে বলে পুলিশের গোপন সূত্রে খবর ছিল। সূত্র মারফৎ খবর পেয়েই ঘাটে হানা দিয়েছিল ডোমকল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্রআইনে রুজু হয়েছে মামলা। অস্ত্র কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রান্নার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড! ক্ষতিগ্রস্ত ছটি বাড়ি
অন্যদিকে, বুধবার সন্ধ্যা বেলায় মুর্শিদাবাদ পুলিশ জেলার রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করে এবং তল্লাশি করে তার হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ১টি গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। দুই পৃথক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত মোট চারজনকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
Koushik Adhikary