কেন্দ্রীয় সরকারের আর্কেলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে মুর্শিদাবাদ জেলার এই ইমামবাড়া। তাই এই ইমামবাড়া সংস্কারের জন্য এগিয়ে এল পাবলিক অ্যাকাউন্টস কমিশনের চেয়ারম্যান (PAC) অধীর চৌধুরী ও আর্কেলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত হন। ঘুরে দেখেন ভগ্নদশা এলাকা।
আরও পড়ুন ঃ কর্তব্য অনড়, ৮ মাসের শিশুকে কোলে নিয়েই মনোনয়ন কেন্দ্রে ডিউটিতে এসআই
advertisement
আগামী পাঁচ বছরের মধ্যে ইমামবাড়ার সংস্কার করা হবে বলে দাবি করেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী। মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া পরিদর্শনে আসেন সাংসদ অধীর চৌধুরী। ঘুরে দেখেন ইমাম বাড়ার ভগ্নদশায় পড়ে থাকা জায়গা গুলি এবং সেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে ইমামবাড়া সম্পর্কিত আলোচনা করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, “ইমামবাড়ার কথা যারা চিন্তাভাবনা করেন তারা আমার কাছে গেছিল আমি তাদের কথা শুনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে ইমামবাড়ার বিভিন্ন সংস্কার করা হবে। আমরা চাই সেই পরিকল্পনা মাফিক কাজ তাড়াতাড়ি হোক।”
কৌশিক অধিকারী