পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩ বছর আগে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন সামসেরগঞ্জের যুবক আশরাফুল শেখ। তারপরেই অসুস্থ হয়ে পড়েন আশরাফুল। তখন থেকেই তাঁর এই মানসিক অসুস্থতা। বৃহস্পতিবার সকালে হঠাৎই বাড়ির পাশের একটি আমবাগানে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুনঃ তৃতীয় শ্রেণির পড়ুয়াকে খাবারের লোক দেখিয়ে ধর্ষণ, প্রতিবেশী কাকু কাণ্ডে তোলপাড় ঢোলাহাট
advertisement
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পাঠায়। মানসিক অবসাদের জন্যই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে, বুধবার রাতেও আত্মহত্যার ঘটনা ঘটে ফরাক্কাতে। বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার দু নম্বর কলোনিতে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম শ্রীকৃষ্ণ হালদার।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তারপর বাড়ির লোকজন দেখার পর তাকে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। যদিও এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
কৌশিক অধিকারী