মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ব্লক। এই ব্লকের আমলাই পঞ্চায়েত এলাকার গৌরিনগর গ্রামের বাসিন্দারা কাজকর্ম বন্ধ করে গ্রামের স্বার্থে নেমে এলেন পথে। এদিন গ্রামের দুই শতাধিক বাসিন্দা পোস্টার ব্যানার হাতে পাকা পিচ রাস্তার দাবীতে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় ব্লক প্রশাসনের দপ্তরের সামনে। দিলেন স্মারকলিপিও। এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। কিন্তু আজও রাস্তা হয়নি ।তাই এবার পঞ্চায়েত নির্বাচনের আগে পথে নামল গ্রামের বাসিন্দারা ।
advertisement
যদিও গ্রামবাসীদের দাবি, গ্রামে রাস্তা নেই। তাই পাকা পিচ রাস্তার দাবিতে কাদা মেখে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভরতপুর ১ নম্বর ব্লকের ভিডিও আবিদা সুলতান।
তবে গ্রামবাসীদের সাফ কথা, অবিলম্বে গ্রামের রাস্তার কাজ শুরু না হলে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা। মুর্শিদাবাদের ভরতপুর-১ নম্বর ব্লক, আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে গৌরীনগর গ্রাম। বাবলা নদীর তীরবর্তী এই গ্রামে প্রবেশের জন্য আজও যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল।
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলে গেল এতগুলো বাড়ি! দায়ী মশার কয়েল? মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে
আজও এই গ্রাম থেকে মাত্র ২ কিলোমিটার পাকা পিচ রাস্তার দাবী পূরণ হয়নি। কিছুদিন আগেই আমলাই গ্রাম পঞ্চায়েতের গৌরীনগর গ্রামের বাসিন্দারা বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে আবেদন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু রাস্তার হাল ফেরেনি। তাই বাধ্য হয়ে নিজেরাই রাস্তার দাবিতে কাদা মেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অভিনব প্রতিবাদ জানিয়ে।
কৌশিক অধিকারী