অনেকেই বিপদে পড়ে লোন নিয়ে থাকেন। আর সেই টাকা সময় মতো পরিশোধ করে উঠতে পারেন না যে কোনও কারণেই। আর তা নিয়ে ঘটল এই ঘটনা। আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রানিতলা ও ভগবানগোলা থানার বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তাঁরা…! বিশ্বের ‘ধনী’ ব্যক্তিরা কে কত ঘণ্টা ঘুমান? উত্তর শুনলে চমকে যাবেন!
advertisement
জানা যায়, বিভিন্ন সংস্থার কাছ থেকে বাড়ির মহিলারা কয়েক মাস আগে ঋণ নিয়েছিলেন। আর সেই ঋনের টাকা মাসে মাসে কিস্তি হিসেবে টাকা শোধ করতে হয়। তবে কয়েক দিন কিস্তির টাকা দিতে দেরি হওয়ার কারণে , বাড়িতে গিয়ে হজ্জতি, জোর জবরদস্তি করে বলে অভিযোগ। টাকা দিতেই হবে নয়তো বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে যাব। আর সেই কথা মতো বাড়ির বিভিন্ন আসবাবপত্র ,গরু ,ছাগল, ফ্রিজ সমস্ত কিছু নিয়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে অর্থলগ্নি সংস্থার কর্মীদের বিরুদ্ধে।
বাড়ির গবাদি পশু, গরু ছাগল নিয়ে যেতেই এখন বেজায় বিপাকে পড়েছেন ঋন নেওয়া মহিলারা। এইভাবে জোর জবর দস্তি করার কারণে ফাইনান্সের এজেন্ট কর্মীদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হয়ে রানিতলায় থানায় এসে হাজির হন মহিলারা। শুধু তাই নয় ,ঋণ মুক্ত ভারত অভিযান সংস্থার সঙ্গে যুক্ত হয়ে স্লোগান দিলেন সকলে।
এক মহিলা বলেন, লোনের রিকভারি এজেন্ট বাড়িতে এসে, নোংরা ভাষায় গালিগালাজ করছে। এবং বাড়ির ফ্রিজ থেকে শুরু করে যাবতীয় আসবাব নিয়ে চলে যাচ্ছে। এবং কোন কোন মহিলাকে নিয়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে অভিযোগ মহিলাদের । আমরা ঋনের টাকা পরিশোধ করতে চাইছি। কিন্তু এই রকম ভাবে বাড়িতে এসে গবাদি পশু নিয়ে যাওয়া নিয়ে বেজায় ক্ষিপ্ত গ্রামের বাসিন্দারা।