TRENDING:

Murshidabad News: দুর্গাপুজোর পরেই ফুটবল কার্নিভালে মেতে উঠল মুর্শিদাবাদের এই গ্রাম

Last Updated:

রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত মহালন্দী বাজারডাঙ্গাতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল। ৩৫তম মহালন্দী বাজারডাঙ্গা সর্বজনীন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৮টি দলের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবল জ্বরে কেঁপে উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক। রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত মহালন্দী বাজারডাঙ্গাতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল। ৩৫তম মহালন্দী বাজারডাঙ্গা সর্বজনীন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৮টি দলের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরব চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা ।
advertisement

রবিবার মাড়গ্রাম সোনালী সংঘ ক্লাব বীরভূম বনাম মুর্শিদাবাদ নাইট রাইডার্স খেলায় অংশ গ্রহণ করে। এই ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০শে নভেম্বর বলে জানা গিয়েছে। রবিবার থেকে ফুটবল প্রতিযোগিতা শুরু করে এখন দেড় মাস ধরে এই ফুটবল খেলার আনন্দ উপভোগ করবেন গ্রামের বাসিন্দারা। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, বীরভূম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফুটবল দল অংশ গ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায়।

advertisement

পতাকা উত্তোলন করে, ও ফুটবল খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে এই ফুটবল খেলার উদ্বোধন করা হয় রবিবার বিকেলে। কোভিড মহামারি পরিস্থিতির পরে, ফুটবল খেলার আয়োজন করতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দা থেকে উদ্যোক্তা সকলেই। যদিও ফুটবল খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে দেখা যায় আট থেকে আশি সব বয়সের মানুষকেই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দুর্গাপুজোর পরেই ফুটবল কার্নিভালে মেতে উঠল মুর্শিদাবাদের এই গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল