জানা গিয়েছে, সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে গিয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তাঁর কনভয়ে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি এবং জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান ও । সোমবার সন্ধ্যায় নিজের বাড়ি ওরঙ্গাবাদে ফিরছিলেন জাকির হোসেন বলে জানা গিয়েছে। আর তখনই ৩৪নং জাতীয় সড়কের ওপর একটি গাড়ি এসে ধাক্কা মারলে পরপর তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্তের দাবি করেছেন বিধায়ক জাকির হোসেন। অন্যদিকে আহতরা জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে ।
advertisement
আরও পড়ুন: Murshidabad History: বহরমপুরে নবাবী আমলের মুদ্রা প্রদর্শনী
এর আগে ২০২১ সালে নিমতিতা রেল ষ্টেশনে বিস্ফোরণে আহত হন জাকির হোসেন। তারপরে তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যে সরকার। আর সোমবার সন্ধ্যায় ফের দুর্ঘটনায় কবলে পড়লেও প্রাণে বেঁচে যান জাকির হোসেন। যদিও তাঁর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
কৌশিক অধিকারী