TRENDING:

Murshidabad News: পনেরো দিনের মেলায় হরেক চমক! চলছে নানা রকমের বিকিকিনি

Last Updated:

মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক প্রাচীন শহর কান্দি। কান্দি শহরে চলছে ১৫ দিন ব্যাপী পাখমাড়া ডোবের মেলা। মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলার শুভ সুচনা করা হয়। যা শেষ হবে শিবরাত্রির দিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক প্রাচীন শহর কান্দি। কান্দি শহরে চলছে ১৫ দিন ব্যাপী পাখমাড়া ডোবের মেলা। মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলার শুভ সুচনা করা হয়। যা শেষ হবে শিবরাত্রির দিন। মেলায় চলছে যাত্রা প্রতিযোগিতা। ছোট ছোট বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে এই মেলা। মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
advertisement

কোভিড পরিস্থিতির পর এই বছর বেশ জমজমাট মুর্শিদাবাদ জেলার কান্দির পাখমাড়া ডোবের মেলা । মূলত মাঘী পূর্ণিমার দিনে প্রাচীন কালীপুজো কে কেন্দ্র করে জমে ওঠে এই মেলা। মেলাতে যেমন বসে ছোট ছোট ষ্টল, ঠিক তেমনই থাকে মনোরঞ্জনের জন্য নাগরদোলা থেকে ছোটদের খেলনার সামগ্রী। থাকে বিভিন্ন ছোট ছোট খাবারের ষ্টল।

আরও পড়ুন- কর্মসংস্থানের নতুন দিশা! পর্যটন শিল্পে আরও কাজের সুযোগ, জেনে নিন বিস্তারিত

advertisement

পাশাপাশি চলে যাত্রার অনুষ্ঠান। যাত্রা প্রতিযোগিতা চলে দৈনন্দিন। মেলা দেখতে কান্দি মহকুমা ছাড়াও, আশেপাশের বহু সাধারণ মানুষ উপস্থিত হন। মেলাতে চলে বেশ ভালোই বিক্রি। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই তাকিয়ে থাকেন পনোরো দিনের এই মেলা কে ঘিরে।

View More

আরও পড়ুন- বহরমপুরে নবাবী আমলের মুদ্রা প্রদর্শনী

পাখমাড়া ডোবের মেলা প্রাচীন হলেও, ছোট ছোট দোকান বসিয়ে বিক্রি জমে উঠেছে বিক্রেতাদের। তাদের কথায়, ব্যবসা মোটামুটি চললেও এই মেলায় মেলে হরেক রকমের জিনিস। ঘর সাজানোর জিনিস থেকে রান্না ঘরের জিনিস এমনকি ফুচকা, আইসক্রিম কী নেই সেই মেলায়। মেলা দেখে খাওয়া দাওয়া করে গরম গরম জিলাপি থেকে পাঁপড় ভাজা নিয়ে বাড়ি যাচ্ছেন ক্রেতারা।

advertisement

তবে শীতের শেষে মেলা জমে উঠতেই খুশি আট থেকে আশি সব বয়সের মানুষ জন ।পাখমাড়া ডোবের এই মেলাতে মুখোরচোক খাবার থেকে শুরু করে খেলনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সব মিলছে। নাগরদোলায় চেপে মুক্ত বিহঙ্গের মতো আনন্দে মেতে উঠেছে  শিশুর দল। গৃহবধূরাও ঘর থেকে বেরিয়ে এসেছেন মেলা প্রাঙ্গনে। ব্যস্ত দিন তাদেরও কেটেছে কেনাকাটায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের 'আদেশে' ১ মাইলের মধ্যে হয় না কোনও পুজো! রহস্যে ঘেরা ৬০০ বছর পুরনো 'এই' কালীমন্দির
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পনেরো দিনের মেলায় হরেক চমক! চলছে নানা রকমের বিকিকিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল