মহিলার সাধারণত ন্যাড়া হন না, তাই এভাবে সৌন্দর্য্যহানি করে তাঁকে সমাজের চোখে হেয় প্রমাণ করতেই এভাবে চুল কেটে নেওয়া আর তাতেই এলাকায় চাঞ্চল্য । পরিবার সূত্রে জানা যায় ইসলামপুরের নসিপুর এলাকার রাকিবা খাতুনের দেড় বছর আগে বিনা দাবিতে বিয়ে হয় হরিহরপাড়ার সলুয়া বিলধারী পাড়া এলাকার আব্দুল্ল শেখ নামের ওই যুবকের সঙ্গে।
advertisement
আরও পড়ুন - Healthy Lifestyle: মিলনে অনীহা, দামী ওষুধ না খেয়ে ঘরোয়া খাবারেই হতে পারে কামাল
তার পরেও মেয়ের বাবা অভাবের সংসারের মধ্যে মেয়েকে সোনা টাকা সহ আসবাবপত্র দিয়েছিলেন। বিয়ের কিছুদিন ভাল চললেও কন্যা সন্তান হাওয়াই বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দিতে শুরু করে অভিযুক্ত যুবক৷ টাকা আনতে না পারলে প্রায়শই বেধড়ক ভাবে মারধর করত এছাড়াও এবং ওই যুবকের অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী রাকিবা খাতুন।
তারপর আব্দুল্লা শেখ তার স্ত্রীকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দেয়৷ লজ্জায় বাড়ি থেকে বেরোতেও পারছিল না ওই গৃহবধূ৷ পরে সে বাবা ও মা কে খবর দেয়৷ কিন্তু বাবা, মা প্রতিবন্ধী হওয়ায় মুম্বইতে ভিক্ষুকের কাজ করত৷ সেখান থেকে মেয়ের ঘটনার খবর শুনে বুধবার বাড়িতে এসে বৃহস্পতিবার হরিহরপাড়া থানায় স্বামী সহ শ্বশুর,শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
মেয়ের মা দাবি করেন মেয়েদের শরীরের মানানসই হল চুল সেই চুল হাত পা বেঁধে কেটে নিয়েছে , জামাইয়েক কঠিনতম শাস্তি চাই। যদিও ঘটনার কথা ভিত্তিহীন অভিযোগ বলে অস্বীকার করে অভিযুক্ত আব্দুল্লা শেখ। লিখিত অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
Koushik Adhikari